সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন

book cover সুয়া উড়িলো উড়িলো rafiuzzaman sifat

সুয়া উড়িলো উড়িলোঃ সারসংক্ষেপ

মুক্তার একবারের জন্যও পার্টি অফিসের দিকে ফিরে তাকায়নি। পথ চলতে তার কষ্ট হচ্ছিল, ভেঙ্গে আসতে চাইছিল পুরো শরীর। হাই স্কুল মাঠের কাছাকাছি আসতেই পেটটা গুলিয়ে উঠলাে। বুকটা জ্বালাপােড়া করছিল। বমি হচ্ছিল ক্ষণে ক্ষণে। প্রচন্ড ক্লান্তি, প্রচন্ড ক্লান্তি। আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতেই শুয়ে পড়েছিল সে। আর কিছু মনে নেই তার।

তবে সেদিনের কথাগুলো আজ ভাবতে গেলে মুক্তারের মনে কিছু স্মৃতি পলকা বেড়ি দিয়ে যায়। আবছাভাবে সে দেখতে পায় ঝিরঝির টিভি পর্দায় কেটে কেটে আসা কিছু দৃশ্য। জ্ঞান হারাবার আগে সে শেষ বারের মতো দেখতে পায় এক মায়াভরা
কিশােরীর উদ্বিগ্ন মুখ।

মুক্তারের ক্লান্ত ভারী চোখের পর্দায় রােদের আলাে পড়ছে, সূর্যকে পিছনে রেখে ছায়া হয়ে দাঁড়িয়েছে মেয়েটি। ওর মুখটা বড্ড নিষ্পাপ। অদ্ভুত সারল্যমাখা সেই কিশোরী মুখখানা মুক্তারের দিকে ঝুঁকে আছে, ওর চোখের কোণে কি অশ্রু? মুক্তারের বুকে তৃষ্ণা।
বড় তৃষ্ণা ...

Leave a Reply

Your email address will not be published.