ডাক্তার রেহনুমা যখন বলেছিল – হবে না আনিস সাহেব। আপনাদের বেবি হবে না। আপনার যে সমস্যা তা এখনো মেডিকেল সাইন্স সমাধান দিতে পারেনি। ভাগ্যকে মেনে নিন।
ও মাথাটা নিচু করে কেবল বলেছিল -ডাক্তার, কোনভাবেই কি সম্ভব না?
আমি কেঁপে উঠেছিলাম। ওকে আমি জানি প্রায় নয়বছরেরও বেশী সময় ধরে। কোনদিন আমি ওর কণ্ঠে এতোটা অসহায় আকুলতার শব্দ শুনিনি। আমার খুব কান্না পাচ্ছিল। আমার তো বেবির দরকার নেই তবুও ও কেন মাথা নিচু করে রাখবে ?
আমি ওর বা হাত ধরে ডাক্তার রেহনুমার চেম্বার থেকে বেরিয়ে এসেছিলাম। রিক্সায় সবসময় সে আমার ডান পাশে বসে বা হাতে আমার কোমর জড়িয়ে রাখে। সেদিন সন্ধ্যায় সে আমার ডান পাশে বসেছিল কিন্তু তার হাত ছিল নিজের কাছে মুষ্টিবদ্ধ।
আমি ওর বা কাঁধে মাথা রেখে বলেছিলাম — আনিস, তুমি হাত নিজের কাছে জড়ো করে রেখেছো কেন? আমাকে জড়িয়ে ধরো
আরও গল্প পড়তে স্টোরি সেকশনে চলে আসুন