পদ্ম বলে, এসো

পদ্ম বলে এসো রাফিউজ্জামান সিফাত rafiuzzaman sifat উপন্যাস book cover

পদ্ম বলে এসোঃ সারসংক্ষেপ

ঘরে ঢুকেই নিচু মাথায় লুতফা অস্ফুট গলায় বলল, ‘এইটা মফঃস্বল শহর। এখানে মানুষ দেখার আগে, নিয়ম কানুন ঠিকমতো পালন হল কিনা সেটা দেখা হয়। আপনি হবু জামাই, এ বাড়িতে প্রথম এসেছেন। আপনার খালি হাতে হুট করে আসা নিয়ে অনেকেই অনেক আজেবাজে কথা বলবে। কয়েক রাস্তা পরেই সুধীর ঘোষ মিষ্টির দোকান। আপনি কি পিছনের দরজা দিয়ে গিয়ে পাঁচ কেজি মিষ্টি নিয়ে আসতে পারবেন?’

থতমত মুখে আদিল উঠে দাঁড়ায়, ‘ভুল হয়ে গেছে। তুমি দেখা করবে না কিন্তু তোমার সাথে আমার কথা বলাটা জরুরী ছিল। ঝোঁকের মাথায় চলে এসেছি। আমার এভাবে আসাটা ঠিক হয়নি। আমি এক্ষুণি মিষ্টি নিয়ে আসছি।’

লুতফা বলল, ‘বলছেন ঝোঁকের মাথায় চলে এসেছেন, তো আপনার কাছে পাঁচ কেজি মিষ্টি কেনার টাকা আছে?’

ঠোঁট কামড়াতে কামড়াতে আদিল মানিব্যাগ বের করল, তাকে দেখে মনে হচ্ছে সে মাটির সাথে মিশে যাবে। দ্বিধান্বিত স্বরে সে বলল, ‘মিষ্টি কেনা যাবে, কিন্তু কেনার পর আর ঢাকা ফিরে যাওয়ার ভাড়া থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published.