দীর্ঘ কয়েক বছর ধরে জাতীয় দৈনিকে রম্য লেখা চলছে। সাপ্তাহিক ২০০০ ম্যাগাজিনে কবি মারুফ রায়হান ভাইয়ের সহযোগিতায় আমি একটি রম্য পাতা তৈরি করতাম। সাল ২০১৪, বেশ কিছু পর্ব প্রকাশিত হয়েছিল, পাতাটির নাম ছিল ‘বঙ্গ রঙ্গ ঢঙ্গ’। লেখাগুলো খুঁজে পাচ্ছি না।
আফসোস !
পরবর্তীতে রম্য লেখা শুরু করি দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর রকমারি রম্য বিভাগে। ২০১৪ থেকেই শুরু। চলছে আজ অব্দি। রম্য আর্টিকেলসমূহ দীর্ঘ কয়েক বছর ব্যাপী প্রতি সোমবার নিয়মিতভাবেই প্রকাশিত হচ্ছে। লেখাগুলো গুচ্ছ আকারে সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে বেশকিছুদিন ধরেই। সময় ও সুযোগের (মূলত অলসতা দরুন) কারনে বহু লেখা হারিয়ে গেছে। যতগুলো পাওয়া গিয়েছে তুলে এনে rafiuzzamansifat.com লিপিবদ্ধ করা হল। সময়ে সময়ে আপডেট চলবে।
বাংলাদেশ প্রতিদিন এর রম্য বিভাগে প্রকাশিত রম্য সংকলন।