বিক্ষুব্ধ আমেরিকায় প্রবাসী বাংলাদেশী রুহেলের সাহসিকতা

black lives matters

আজ একজন ত্যাগী সাহসী প্রতিবাদী প্রবাসী বাংলাদেশী’র সাথে পরিচয় করিয়ে দিব যাকে এ মুহুর্তে আমেরিকায় সম্মানের চোখে দেখা হচ্ছে।

তিনি রুহেল ইসলাম। আমেরিকার মেনিপলিসে বসবাসরত চার সন্তানের জনক এই প্রবাসী বাংলাদেশী একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। সিলেটের মৌল্ভীবাজার রুহেল ইসলাম-এর জন্মস্থান।

গত সোমবার মেনিপলিসে একদল টহল পুলিশ জর্জ ফ্লয়েড নামের একজন আফ্রিকান আমেরিকানকে আটক করে। পুলিশ সদস্য ফ্লয়েডকে রাস্তায় ফেলে তার গলায় হাঁটু চেপে ধরে। ফ্লয়েড শ্বাস নিতে পারছিল না। বারবার পুলিশ সদস্যকে বলছিল, সে দম নিতে পারছে না। তবুও ফ্লয়েডের গলা থেকে হাঁটু সরানো হয়নি উল্টো আরও শক্ত করে চেপে ধরা হয়।

পুলিশ হেফাজতে সেখানেই দম বন্ধ হয়ে ফ্লয়েড মারা যায়। ফ্লয়েডকে হত্যা করা হয়। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টায় সমগ্র আমেরিকা বিক্ষোভে ফেটে পড়ে।

জাস্টিস ফর ফ্লয়েড, ব্ল্যাক লাইফ ম্যাটার্স শ্লোগানে মেনিসোটায় বিক্ষোভে প্রতিবাদে লাখ মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের উপর আবারও পুলিশের হামলা হয়, এতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণ হারায় এবং বেশ কিছু দোকান রেসটুরেন্ট আগুনে জ্বালিয়ে দেয়া হয়।

রুহেল ইসলাম-এর একমাত্র উপার্জনের ব্যবসা সেই রেস্টুরেন্টটিও আগুনে জ্বালিয়ে দেয়া হয়।

টেলিভিশনে রুহেল ইসলামের ১২ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা রেস্টুরেন্ট জ্বালিয়ে দেয়ার খবর যখন সে দেখছিল তখন বিক্ষোভকারীদের কাউকে সে দোষ দেয়নি। এমনকি অভিযুক্ত করে ক্ষতিপূরণ চায়নি বরং বিক্ষোভে অংশগ্রহনকারী প্রতিবাদকারীদের পক্ষ নিয়ে প্রবাসী বাংলাদেশী রুহেল বলে, ‘আমার রেস্টুরেন্ট পুড়ে গেলে পুড়ে যাক, আমি পুনরায় রেস্টুরেন্ট গড়তে পারবো কিন্তু তবুও আমি বিচার চাই। আমি চাই সেই অপরাধী পুলিশের শাস্তি হোক’

রুহেল ইসলাম-এর এই সাহসী ত্যাগের সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার সাথে সাথে আমেরিকানদের মধ্যে রুহেল ও তার পরিবারের প্রতি অভূতপূর্ব শ্রদ্ধার অনুভূতির সৃষ্টি হয়ছে।

প্রবাসী বাংলাদেশী রুহেল ইসলামকে এই মুহুর্তে আমেরিকায় ন্যায়ের পক্ষে লড়াইরত বীরের সাথে তুলনা করা হচ্ছে যে কিনা তার একমাত্র উপার্জনের পথ রেস্টুরেন্ট হারিয়েও অন্যায়ের সাথে আপোষ করেনি। বরং সব হারিয়েও এই প্রবাসী বাংলাদেশী দাবী করছে পুলিশ হেফাজতে ফ্লয়েড হত্যার বিচার।

আমেরিকানরা বর্তমানে রুহেলের পুড়ে যাওয়া রেস্টুরেন্ট পুনরায় তৈরি করতে ফান্ড রেইজ ক্যাম্পেইন চালাচ্ছে। আমেরিকার টপ সংবাদ মিডিয়ায় প্রবাসী বাংলাদেশী রুহেলকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে। কেবল আমেরিকায় নয়, কানাডাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রুহেল ইসলামের জন্য প্রশংসা শুভেচ্ছা বার্তা আসছে।

প্রবাসী বাংলাদেশী রুহেল ইসলামের সাহসিকতাপুর্ন ত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের রুদ্রমুর্তি বিদেশে অবস্থানরত সমগ্র প্রবাসী বাংলাদেশীদের সম্মান ও আত্মমর্যাদা নিঃসন্দেহে বহুগুনে বৃদ্ধি করল।

ব্রাভো রুহেল ইসলাম

#BlackLivesMatter #BangladeshisForBlackLives

————

রাফিউজ্জামান সিফাতের বইসমূহ

Leave a Reply

Your email address will not be published.